গফরগাঁওয়ে এক রাতে ৬ গরু চুরি
গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে এক রাতে ৬টি গরু চুরি হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার ভারইল গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থরা জানায়, রোববার ভোর রাতের যে কোন সময় এনামুল হাসানের ১টি ষাড় গরু ও ৩টি গাভী এবং আইয়ূব আলীর ১টি গাভী ও ১টি বকনা বাছুর চুরি হয়। গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।
ক্ষতিগ্রস্থ গরুর মালিক এনামুল হাসান ও আইয়ুব আলী জানান, শনিবার সন্ধ্যায় গরুগুলো ঘরের পাশে তাদের গোয়াল ঘরে বেঁধে রেখে আসে। দিবাগত রাত ৪টা পর্যন্ত তারা গরুগুলো পাহারা দেয়। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। গরু গোয়াল ঘরের তালা কাটা । ৬টি গরুই চোরেরা ভোর রাতে চুরি করে নিয়ে যায়।
একের পর এক গরু চুরির ঘটনা এলাকায় কৃষকদের মধ্যে আতংক বিরাজ করছে।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে, গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।