গফরগাঁওয়ে এলডিপির শীতবস্ত্র কম্বল বিতরণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শীতের তীব্রতা বেড়ে যাওয়া শীত মোকাবিলায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে পৌরশহরের জামতলা মোড়ে এলডিপির দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকায় হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল দেড় শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা এলডিপির সম্মানিত সদস্য এডভোকেট আবু রিজভী আল হোসাইনী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সহ- সভাপতি একেএম হান্নান, আলহাজ্ব আজিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক মনির খান, দপ্তর সম্পাদক শারফুল ইসলাম রতন খাঁ ও মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার প্রমুখ।