গফরগাঁওয়ে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গফরগাঁও প্রতিনিধিঃ ভারতের আধিপত্যবাদী আচরণ ও আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, গফরগাঁও উপজেলা শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে গফরগাঁও নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামতলাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর গফরগাঁও উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওঃ ইলিয়াস আহমেদ ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নুরুল ইসলাম, সহ সভাপতি মাওঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহাদী হাসান, গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের সদস্য মাওঃ নুরুল আমিন ও উপজেলা খেলাফত যুব মজলিসের সহ- সভাপতি মাওঃ ওবায়দুল্লাহ উদয়পুরী প্রমূখ।