গফরগাঁওয়ে তিন জয়িতার সম্মাননা স্মারক প্রদান
গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত সোমবার (৯ ডিসেম্বর) বিকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিনজন গ্রামীণ নারীকে জয়িতার সম্মাননা স্বারক প্রদান করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের সভাপতি হিসাবে জয়িতাদের সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। তিনি তার বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের কথা তুলে ধরেন।
তিনটি ক্যাটাগরিতে জয়িতার সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আকলিমা আক্তার, সফল জননী নারী হিসেবে রিনা খাতুন ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় নাইমা আক্তার মিতু।
জয়িতা সম্মাননা প্রদানের পূর্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী, সমবায় অফিসার উৎপল কুমার রায় ও জয়িতা পুরস্কার প্রাপ্ত নারীরা প্রমুখ।
আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মীসহ স্বাবলম্বী নারীরা উপস্থিত ছিলেন।