গফরগাঁওয়ে দিন-দুপুরে কানাডিয়ান প্রবাসীর গাড়ি আটকে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতারঃ মালামাল উদ্ধার
গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনে-দুপুরে কানাডিয়ান প্রবাসীর ব্যাক্তিগত গাড়ি আটকিয়ে নগদ ৪৯ হাজার টাকা,স্বর্ণালঙ্কার, ব্যাংকের চেকবই,ছয়টি এটিএম কার্ডসহ অন্যান্য মালামাল ডাকাতির ঘটনায় মোঃ রিয়াদ খান ও মোঃ মুরাদ মিয়া নামের দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (২৮ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
তিনি বলেন, ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে গফরগাঁও থানাধীন এশিয়ান হাইওয়ে ঢালিবাড়ী রেলক্রসিং এলাকায় কানাডিয়ান প্রবাসী মশাখালী গ্রামের বাসিন্দা মোঃ মতিউর রহমানের ব্যাক্তিগত প্রাইভেটকার থামিয়ে স্ত্রীসহ তাকে দেশীয় অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মাত্র ছয় ঘন্টায় মধ্যে মামলার আসামি মোঃ রিয়াদ খান ও মোঃ মুরাদ মিয়াকে গ্রেফতার এবং লুন্ঠনকৃত সমস্ত মালামাল উদ্ধার করা হয়েছে।
গফরগাঁও থানার প্রেসনোট সূত্রে জানা গেছে, এই ঘটনার দিন সকালে উপজেলার পাগলা থানাধীন মশাখালী গ্রামের বাসিন্দা কানাডিয়ান প্রবাসী মোঃ মতিউর রহমান সস্ত্রীক সহ কিশোরগঞ্জের হাওর এলাকা সহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করে যখন এশিয়ান হাইওয়ে ঢালিবাড়ী রেল ক্রসিং এলাকায় পৌঁছাই তখন আমাদের প্রাইভেটকারটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে। এর মধ্যে বিকাল ৩ টায় ৩০ মিনিটের দিকে পেছন থেকে ৪/৫ জন ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় এবং অস্ত্রের মূখে নগদ ৪৯ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, ব্যাংকের চেকবই, ছয়টি এটিএম কার্ড, কানাডিয়ান পাসপোর্ট, ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মালামাল নিয়ে অন্য একটি সাদা রং এর প্রাইভেটকারে উঠে ভালুকায় দিকে চলে যায়।
খবর পেয়ে গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান শুরু করে। গোপন সংবাদের সন্ধ্যায় ৬ টায় কানাডিয়ান প্রবাসীর ড্রাইভার মোঃ রিয়াদ খানকে পাগলা থানা এলাকায় থেকে আটক করে জিজ্ঞাসাবাদে অপর ডাকাত মোঃ মুরাদ মিয়াকে গ্রেফতার করা হয়। উভয় ডাকাতদ্বয়ের বাড়ি মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে। তাদের স্বীকারোক্তিতে পুলিশ রাত সাড়ে ৮টায় শরিফ ডাকাতের বাসায় অভিযান চালায়। এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো-গ-২৮-১২৪৭) সহ লুন্ঠনকৃত সমস্ত মালামাল উদ্ধার করা হয়।
গফরগাঁও থানা ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এই ঘটনার থানায় মামলা হয়েছে। (মামলা নং – ০৫, তারিখ- ২৯/১০/২০২৪) দুইজন ডাকাত গ্রেফতার হয়েছে এবং অপর তিনজন ডাকাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।