গফরগাঁওয়ে দুইটি খড়ের গাদায় দুর্বৃত্তের আগুন, কৃষকের সর্বনাশ
রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারী ও সেলিম বেপারীর খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধান মাড়াইয়ের পর গবাদি পশুর খাদ্য হিসেবে জমা করে রাখা দুইটি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭ টায় এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজনের সহায়তায় তারা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে কৃষকের খড়ের গাদায় দুইটির আগুন নিয়ন্ত্রণে আনেন।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ক্বারী বলেন, বাড়ির পাশে আঙ্গিনায় কাছে তাঁর ১টি বড় খড়ের গাদা ছিল। রাতের ওই সময় গাদায় প্রতিবেশী একজন আগুন দেখতে পান। আগুনে তাঁর একটিমাত্র খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তাঁর ৪৫/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
কৃষক সেলিম বেপারী জানান, সারা বছর গরুর খাদ্য হিসেবে খড়ের দরকার হয়। তাছাড়া বর্তমানে খড়ের দামও অনেক। রাতে কে বা কারা যেন আগুন দিয়ে খড় পুড়িয়ে দিয়েছে। আমার প্রায় ২০ হাজার টাকা ক্ষতি করেছে।
স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী নূরুল হক লিমন এ দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে খড় পোড়ার হৈচৈ শুনতে পাই। পরে দেখি দুইটি খড়ের গাদায় আগুন জ্বলছে। গরিব কৃষকের এ ধরনের ক্ষতি করা অমানবিক। কে বা কারা এই ধরনের কাজ করেছে তা জানা যায়নি।