জাতীয়

গফরগাঁওয়ে প্রধান শিক্ষকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার প্রাথমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান ও উন্নয়ন বিষয়ে প্রধান শিক্ষকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নূর এ আলম ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন আরিফ রব্বানী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক একেএম হাবিবুর রহমান কাজলসহ আরও অনেকেই প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলার ২৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

সভায় ছাত্র-ছাত্রীর উপস্থিতি নিশ্চিত করা, ঝুকিপূর্ণ বিদ্যালয়, বিদ্যালয়ের মাঠ খেলা উপযোগী, শিশুদের বিচরণ উপযোগী কিভাবে করা যায় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।