গফরগাঁওয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) মজিদা আক্তার নির্বাচিত
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষাপদক বাছাই কমিটি কর্তৃক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কন্যামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদা আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষাপদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন ও সদস্যসচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক তার নাম ঘোষণা করেন।সে উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আফাজ উদ্দিনের মেয়ে। এবং তিন সন্তানের জননী।মজিদা আক্তার কন্যামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সালে যোগদান করে সততা ও সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালনা করছেন। তার যোগদানের পূর্বে বিদ্যালয়টি খুবই নাজেহাল অবস্থা ছিল।
মজিদা আক্তার জানান, প্রাথমিক শিক্ষার উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।