জাতীয়সাহিত্য ও দর্শন

গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে দুদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা সম্পন্ন

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ “পড়ো বই,গড়ো জীবন” এই স্লোগানে
ময়মনসিংহের গফরগাঁও হেল্পলাইনের উদ্যোগে পৌরসভা মাঠে দুইদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা সোমবার (৯ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। এই বইমেলা স্থানীয় পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

৮ ডিসেম্বর, রোববার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা ও সংস্কৃতি কর্মীরা। মেলার প্রধান উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা। মেলায় জাতীয় ও স্থানীয় লেখকদের বই নিয়ে হসন্ত ও সন্দীপ বাংলা বুকডেমীসহ ২০টিরও বেশি প্রকাশনী অংশ নেন। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ বইমেলায় অংশ নেয়।

দুইদিন ব্যাপী বইমেলা উপলক্ষে আয়োজন করা হয় বইপাঠ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা এবং স্থানীয় লেখকদের সঙ্গে মতবিনিময় সভার। গফরগাঁও হেল্পলাইনের এ বইমেলা নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করতে এবং জ্ঞানের আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বইপ্রেমীরা।

গফরগাঁও হেল্পলাইনের যুগ্ম সম্পাদক সম্পাদক আশরাফ আলী ফারুকী মেলার সমাপনী অনুষ্ঠানে বলেন, তরুণ-তরুণীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং পাঠ্যভ্যাস ফিরিয়ে আনতে আমরা এই মেলার আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।