গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬০০
৭ অক্টোবর থেকে গত আড়াই মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এপি’র। গাজার দক্ষিণের হাসপাতালগুলো আহতদের আর থাকার ব্যবস্থা করতে পারছে না বলে জানিয়ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য অনুযায়ী, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এ যুদ্ধে প্রায় ২০ হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৫২ হাজার ৫৮৬ জন। যদিও এ সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়। কারণ ইসরায়েলিদের হামলায় ধসে পড়া ভবনের নিচে প্রায় ৮ হাজার মানুষ আটকে পড়ে আছেন।
গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার ফলে উপকূলীয় অঞ্চলটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে প্রায় ২০ লাখ মানুষ ঘনবসতিপূর্ণ ছিটমহলের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি। আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন। যুদ্ধে ইসরায়েলের প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলিদের দাবি তাদের হামলায়, হামাসের ৫ হাজারের বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
এফএনএস