গাজায় বর্বর হামলার প্রতিবাদে হোসেনপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি হোসেনপুর উপজেলা গণঅধিকার কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুড়িঘাট মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হুমায়ুন কবির,ছাত্র অধিকার পরিষদ নেতা রিপন রাজ,সোহেল হায়দার,মোস্তাকিম রাসেল শেখ, সালমান, সুমন মিয়া প্রমূখ।