গুজবে বিভ্রান্তি ছড়াবেন না আপনাদের সাথে কাজ করতে চাই -পুলিশ সুপার রাশিদুল হক
আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২আগস্ট) বিকাল ৪ টায় পত্নীতলা উপজেলার আকবরপু ইউনিয়নের মধইল বটতলী বাজারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সভাপতিত্বে মিল্টন উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমীন। পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের পত্নীতলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল রাহাদ, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, পত্নীতলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।।আকবরপুর ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ ওবাইদুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, নজিপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি গৌতম চন্দ্র দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণও বীর মুক্তিযোদ্ধাগণ স্থানীয় ব্যাবসায়ী গণ সহ সুধী জন
আরও উপস্থিত ছিলেন এস আই জাহাঙ্গীর আলম, এস আই রিমন দত্ত, এস আই রমজান আলী সহ জেলা পুলিশ ও পত্নীতলা থানা পুলিশের সদস্য বৃন্দ প্রমূখ।