অন্যান্যঅর্থনীতিজাতীয়

গৌরীপুরে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালে স্মৃতি জাদুঘর উদ্বোধন

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগরে ডা.মুকতাদির চক্ষু হাসপাতালে স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও ডা. একেএমএ মুক্তাদিরের অর্ধাঙ্গিনী অধ্যাপিকা ডা. মাহমুদা খাতুন প্রধান অতিথি থেকে এই স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ডা. একেএমএ মুকতাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুর আনোয়ার।

ডা. একেএমএ মুকতাদির তৈরি করা যন্ত্রগুলোর মধ্যে রয়েছে অপথালমোস্কাপ, রেটিনোস্কোপ,ডিসিআর বোন ট্রিফাইন,কেপ্নটোপ্লাস্টি করনিয়াল ট্রিফাইন,হ্যান্ড হেল্ড সাইনোপটোফোর, পাংটাম ডাইলেটর, ল্যাক্রিমাল গ্রোব, রিভলজি ডিশন চার্ট, ট্রায়াল ফ্রেম, আইপিডি মাপার যন্ত্র। ১৯৭৯ ও ১৯৮০ সালে তিনি এসব যন্ত্র উদ্ভাবন করেন। এর মধ্যে ক্রায়ো এক্সট্রাক্টর যন্ত্রটি ১৯৬২ সালে ডা. চারিস ক্যালমেন প্রথম আবিষ্কার করেন। তখন এ যন্ত্রটির দাম ছিলো ৬ লাখ টাকা, যা এদেশের চিকিৎসকদের কিনে ব্যবহার করা অসম্ভব ছিল।

ডা. একেএমএ মুকতাদির বলেন, ৩ মাসের পরিশ্রমে দেশীয় কাঁচামাল ব্যবহার করে যন্ত্রটি তৈরি করেছি।যা তরুণ ডাক্তাররা মাত্র ১ হাজার টাকায় কিনতে পারবেন। স্মৃতি জাদুঘরে বাংলার ঐতিহ্যের ‘হুঁক্কা ও পানদানী’ চশমা, মোমদানী, হারিকেন, কুপিবাতি, কলেরগান (গ্রামোফোন), হেজাকবাতি, করোসিন স্টোব, রেডিও, টেপ রেকর্ডার, হারমোনিয়াম, হাওয়াইয়ান গিটার, তবলা, টেলিফোন, ফ্যাক্স মেশিন, ট্রানজিস্টর ও কেসেটপ্লেয়ার, সাদা-কালো টিভি, টাইপ রাইটার, ভিসিআর ও ক্যাসেট, তারবিহীন ইন্টারকম, সিডি প্লেয়ার, ডিভিডি প্লেয়ার, ৪৮ বছরের প্রকাশিত সংবাদপত্রের কাটিং।

ডা. একেএমএ মুকতাদির চিকিৎসায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে দেশের সর্বোচ্চ স্বাধীনতা পদক পান।