অন্যান্যকৃষি ও শিল্পজাতীয়

গৌরীপুর উপজেলা চত্বরে সাশ্রয়ী মূল্যে মাংস,দুধ,ডিম বিক্রয়ের কর্মসূচীর উদ্বোধন

গৌরীপুর প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুর ৯ মার্চ (রবিবার)সকালে উপজেলা প্রশাসন, প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরী ফার্ম এসোসিয়েশন এর উদ্দ্যোগে উপজেলা চত্বরে সুলভ মূল্যে গরুর মাংস ৬৯০ টাকা, কেজি,দুধ ৭০ টাকা লিটার ও ডিম হালি প্রতি ৩৫ টাকা বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

উদ্বোধনের সময় উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন,প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোঃ আলিমুদ্দিন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন মাহে রমজানে গন মানুষের জন্য আমাদের এই আয়োজন। এ কর্মসূচী চলবে সপ্তাহে ১দিন।