জাতীয়

গৌরীপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে আল আমিন সভাপতি,বিপ্লব সাধারন সম্পাদক

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২৩ ডিসেম্বর (সোমবার) গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আল আমিন সভাপতি ও বিপ্লব সাধারন সম্পাদক হয়েছেন।

গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারন সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে কাজী আব্দুল্লাহ আল- আমিন(দৈনিক জনবানী)ও শেখ মোঃ বিপ্লব(দৈনিক জনতা)কে সাধারন সম্পাদক পদে নাম ঘোষনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহমেদ।

পরবর্তিতে পূনাঙ্গ কমিটির গঠন করা হবে বলে জানানো হয়।