গ্রামীণ সীমের স্টিকার,বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানারসহ পুলিশের হাতে আটক ৩
শহর প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানারসহ ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ২০ মার্চ নগরীর গোহাইলকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙুলের ছাপ ব্যবহার করে মোবাইল সীম রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন সময় এ চক্রটি মানুষের অর্থ লোপাট করতো। ২২ মার্চ তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এ সময় তিনি জানান, এরা দীর্ঘদিন যাবত গোহাইলকান্দি এলাকায় থেকে ময়মনসিংহে প্রতারণা করছিলো।
গ্রেফতারকৃতরা হলো;ভালুকা থানার মামারিশপুর এলাকার নাজমুল ইসলাম ও তাহমিনা আক্তার এর ছেলে হাফিজুল ইসলাম প্রিন্স (২৯)। তার দেখানো ও স্বীকারোক্তি মতে টাঙ্গাইল জেলার মধুপুর থানার ঝটাবাড়ী এলাকার মিরাজ আলী ও রেবেকা বেগম এর ছেলে আজিজুল হক (২৪) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার করহাটা এলাকার শরিফ মোল্লা ও নাসরিন বেগম এর ছেলে তানভীর রহমান কাব্য (২৬) কে গ্রেফতার করা হয়। এর তিনজনই ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড়,গ্হোাইলকান্দি ্ও ইটাখলায় থাকতো। আসামীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টার,গ্রামীন সিমের স্টিকারসহ প্রায় ৪ (চার লক্ষাধিক) টাকার মালামাল উদ্ধার করা হয়।
পরে এসআই (নিঃ) মোহাম্মদ সাদ্দাম হোসেন বাদী হয়ে বাংলাদেশ ট্রোলযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী/২০১০) এর ৩৫(২)/৫৫ (৭)/৭৪ ধারায় মামলা দায়ের করা হয়। যার ময়মনসিংহ রেলওয়ে থানার মামলা নং-৮৬,তারিখ-২১/০৩/২০২৫।