ঘূর্ণিঝড় ইয়াস আরো শক্তিশালী হচ্ছে
স্টাফ রিপোর্ট: ঘূর্ণিঝড় ইয়াস আরো শক্তিশালী হয়ে ক্যাটাগরিঃ১ ক্ষমতাসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে! বর্তমানে এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার যা দমকা আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আজ রাত থেকে আগামি ২ দিনে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হতে পারে। এটি আগামিকাল সকাল থেকে দুপুর নাগাত ভারতের উত্তর উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের যেকোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ভরা পূর্ণিমা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে ভেসে যেতে পারে দেশের উপকূলীয় এলাকা। যার ফলে ব্যপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। সকল সমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্কসংকেত চলছে যা পরে বাড়ানো হতে পারে। সকলে সতর্ক থাকুন। আজ রাতে দেশের উত্তরের বিভাগ রংপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।