অন্যান্যজাতীয়

ছাঁটাই-চাকুরিচ্যুতির প্রতিবাদে গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।

স্টাফ রিপোর্টার:

গ্রামীণফোন কর্তৃপক্ষ  কর্তৃক  ১৫৯ জন কর্মীকে উদ্দেশ্যমূলকভাবে বেআইনি ছাঁটাইয়ের  প্রতিবাদে ও স্বপদে পুনর্বহাল এর দাবিতে সংবাদ সম্মেলন ও  বিক্ষোভ  কর্মসূচি ঘোষণা করেছে গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন  (বি-২২০১)। আগামিকাল ২৬ শে জুন সকাল ১১ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইউনিয়নটি। সংবাদ সম্মেলন পরবর্তী জাতীয় প্রেসক্লাবের সামনে  ছাঁটাই-চাকুরিচ্যুতির বিরুদ্ধে  বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করেছে গ্রামীনফোন এমপ্লয়ীজ ইউনিয়ন। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ও জেনারেল সেক্রেটারী মিয়া মোঃ শফিকুর রহমান মাসুদ এক যুক্ত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, বিগত কয়েক মাস ধরে বিভাগ পুনর্গঠনের নাম করে বেআইনিভাবে ১৬৭ জন শ্রমিকের কাজ বন্ধ করে দেয় গ্রামীণফোন কর্তৃপক্ষ। এ প্রেক্ষিতে সমস্যা সমাধানের লক্ষ্যে  গ্রামীণফোন কর্তৃপক্ষের সাথে  গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন এর নেতৃবৃন্দ নিয়মিত আলোচনা চালিয়ে আসছিলেন।  কিন্তু নিয়মতান্ত্রিক আলোচনা অগ্রসর না করে গত  ২০ জুন   এক ই-মেইলের  মাধ্যমে  ১৫৯ জন কর্মীকে  উদ্দেশ্যমূলকভাবে  সম্পূর্ণ বেআইনি  ছাঁটাইয়ের নোটিশ পাঠায়  গ্রামীণফোন কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ এ ঘটনাকে কর্তৃপক্ষের  ট্রেড ইউনিয়ন ও শ্রম আইনবিরোধী  কার্যক্রম হিসেবে দেখছেন এবং এ ঘটনায় নেতৃৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ছাঁটাইকৃত কর্মীদের স্বপদে বহাল নিশ্চিত করতে নেতৃবৃন্দ ইউনিয়নের সকল নেতা-কর্মিদের  স্বাস্থ্যবিধি প্রতিপালন করে কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহবান  জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *