ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনে এনডিএফ’র সমর্থন: শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হওয়ার আহবান
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে নি:শর্তভাবে সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি এবং হামলা-মামলা-গ্রেফতার বন্ধ করার আহবান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ। একই সাথে স্বৈরতান্ত্রিক সরকার কর্তৃক ছাত্র-গণহত্যার বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লড়াই অগ্রসর করার আহবান জানিয়েছে সংগঠনটি। গতকাল (২ আগস্ট) সকাল ১০ টায় গুলিস্তানে অবস্থিাত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভায় এ আহবান জানান নেতৃবৃন্দ। সংগঠনের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃতমন্ডলী বর্তমান ছাত্রআন্দোলনসহ জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ সভায় তাদের বক্তব্যে বলেন, ছাত্রসমাজের মূল সমস্যা হচ্ছে তার শিক্ষা গ্রহণের সমস্যা ও শিক্ষা শেষে বেকারত্বের সমস্যা। দেশের শ্রমিক-কৃষক-জনগণের সন্ত¡ানদের আর্থিক সক্ষমতা না থাকায় শিক্ষাগ্রহণ থেকে তাদের ব্যাপক অংশ ঝরে পড়ছে। প্রচলিত শিক্ষাব্যবস্থাার ফাঁকফোঁকড় দিয়ে যারা উ”চশিক্ষার সুযোগ পায়, শিক্ষাশেষে তাদের চাকুরির নিশ্চয়তা না থাকায় এসব শিক্ষিত লক্ষ লক্ষ শিক্ষার্থী অভিশপ্ত বেকার জীবন যাপন করছেন। তাছাড়া দেশের জনগণের উপর স্বৈরতন্ত্রের নির্মম দমন-পীড়ন ও শোষণ-লুটপাট তীব্রতর হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে। এর ফলে কোটা সংস্কারের মত একটা মিনিমাম দাবিতে সরকার সহনশীল না হয়ে চরম স্বৈরতন্ত্রের বর্হিপ্রকাশ ঘটিয়েছে, শত শত ছাত্র-শ্রমিক-জনতাকে হত্যা করেছে। নেতৃদ্বয় বলেন, ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র-জনতার এই আত্মদান স্বার্থক হবে কেবল বৈষম্যমূলক সমাজব্যবস্থাার উচ্ছেদ সাধনের মধ্য দিয়েই। স্বৈরতান্ত্রিক আওয়ামী সরকারের পরিবর্তে আরেকটি স্বৈরতান্ত্রিক সরকার নয়, স্বৈরতান্ত্রিক ব্যবস্থাাকেই সমূলে উচ্ছেদ করতে হবে। ছাত্র-যুবকদের আন্দোলনের সাথে জনগণের মুক্তির আন্দোলন একসূত্রে গাঁথা। তাই জনগণের মুক্তির লক্ষ্যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাার অবসান ঘটিয়ে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলনকে অগ্রসর করার আহবান জানান নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)