জাতীয়

জলঢাকায় অভিনন্দনের নবান্ন উৎসব পালিত

নীলফামারী প্রতিনিধি: এসো মিলি সবে নবান্ন উৎসবে এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় অভিনন্দন ফাউন্ডেশনের নবান্ন উৎসব পালিত হয়েছে।

শনিবার দুপুরে অভিনন্দন ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গনে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিনন্দন ফাউন্ডেশনের সভাপতি পিযুষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান নিস্কৃতির ডিপুটি ডাইরেক্টর এস এম বদিউল আলম।

বক্তব্য রাখেন অভিনন্দন ফাউন্ডেশনে সহ সভাপতি এরশাদুজ্জামান, নির্বাহী পরিচালক কাঞ্চন রায়,প্রেস ক্লাব জলঢাকার সদস্য হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ডাক্তার গোপাল রায়,এনজিও কর্মী মাসুদ রানা, অভিনন্দনের আরজিনা বেগম,প্রমুখ।

সভা শেষে সম্মানা স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।