অন্যান্য

জলঢাকায় আল আকসা মডেল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: আদর্শ মানুষ হতে চাই, আদর্শ শিক্ষা, সেই শিক্ষাদানের লক্ষ্যেই আমাদের পথ চলা। এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায আল আকসা মডেল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে মাদরাসার ক্যাম্পাস মাঠে আয়োজিত প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনাসহ অভিভাবক ও সুধী সমাবেশ মাদরাসার অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,বিশেষ অতিথি ছিলেন জলঢাকা আইডিয়াল কলেজের প্রভাষক ও আল ফাতা ইসলামীক ট্রাস্টের চেয়ারম্যান ছাদের হোসেন,ইসলামী ব্যাংক জলঢাকা শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান।

সভায় বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক অধ্যাপক মমিনুর রহমান,অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান,টেপাখড়িবাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগমসহ অভিভাবক বৃন্দ। পরে প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা,সহ হাফেজ,হাফেজা শিক্ষার্থীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।