অন্যান্যকৃষি ও শিল্পজাতীয়

জলঢাকায় কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জেলা পরিষদ এর এডিপির অর্থায়নে জলঢাকা উপজেলার কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩ টি ইউনিয়ন গোলমুন্ডা,শৌলমারী,কাঁঠালী ইউনিয়নের শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, প্রমুখ।

পরে প্রধান অতিথি ৩ টি ইউনিয়নের শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন।