কৃষি ও শিল্পজাতীয়

জলঢাকায় শীতকালীন ফসল উৎপাদনে ব্যস্ত কৃষকেরা

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,নীলফামারী প্রতিনিধি: শীতের শুরুতেই শীতকালীন ফসল উৎপাদন নিয়ে ব্যাস্ত সময় পার করছেন নীলফামারীর জলঢাকার কৃষকেরা।
বুধবার সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা ও জানা যায়, উপজেলায় রবি শস্যের পাশাপাশি শীতকালীন ফসল উৎপাদনে জমিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। পুরো শীতের সময়ে নানা রকম সবজি চাষ করছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকায় বাঁধা কপি,ফুলকপি, মুলা,লালশাক, পালং শাক, টমেটো,গাজর,লাউ,সীম,সহ বিভিন্ন শাক সবজি চাষাবাদ করা হচ্ছে। তাছাড়া স্থানীয় বাজারে এসব শাক সবজি বিক্রি হয় প্রতিদিন। এছাড়া ভোর থেকেই কৃষকেরা জমিতে ফসলের যত্ন নিতে শুরু করেন, কেউ আগাছা পরিস্কার করছেন, কেউ পানি ও সার দিচ্ছেন,কেউ শাক সবজি তুলছেন ক্ষেত থেকে। আবার কেউ ফসল রোপন করার প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ জমিতে চাষ দিয়ে মাটি তৈরী করছেন।

ডাউয়াবাড়ী ইউনিয়নের বড় তিস্তা নদীর পারের কৃষক আলম জানান, চিনাবাদাম চাষ করেছি ১০ শতক জমিতে,ফুলকপি,পালংশাক,পিয়াজ
,রসুন চাষ করেছি ২০ শতক জমিতে,বাঁধা কপি ১৫ শতক জমিতে,
৫ শতকন জমিতে ধনিয়াপাতা চাষ করেছি ।

কৈমারী ইউনিয়নের গাবরোল হাজীপাড়া এলাকার কৃষক মুজিবুর রহমান বলেন, আমি প্রতিবছর জমিতে ধনিয়াপাতা,সীম,লাউ বেগুন,মুলা,লাল শাক,পিয়াজ
রসুন,সরিসা, চাষ করি।

মীরগঞ্জ ইউনিয়নের নিজপারা এলাকার কৃষক সিরাজুল ইসলাম জানান, জমিতে এবার দুই জাতের সরিষার চাষ করা হয়েছে। এর মধ্যে একজাতের গাছ ছোট হয়।আশা করি ভালো ফলন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,চলতি মৌসুমে উপজেলায় ১৫ শত হেক্টর জমিতে ভুট্টা,৯ হাজার হেক্টর জমিতে দুই জাতের সরিষা,৪ শত হেক্টর জমিতে চিনাবাদাম,৩৫ শত হেক্টর জমিতে পিয়াজ, ২৮ শত হেক্টর জমিতে রসুন চাষ করা হয়েছে। এছাড়া ৫ শত হেক্টর জমিতে কালোজিরা, ৮ শত হেক্টর জমিতে ধনিয়া, এবং ১৩ শত হেক্টর জমিতে বিভিন্ন রকম শাক সবজি চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানান আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগন সার্বক্ষনিক কৃষকদের সঙ্গে যোগাযোগ ও বৈঠক করছেন ও তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছেন। উপজেলার বিস্তীর্ণ জমিতে রবি শস্যের মধ্যে সরিষা,পেয়াজ,রসুন,ধনিয়া,কালোজিরা, চিনাবাদাম, চাষ হচ্ছে।

এছাড়া অনেকেই শাক সবজি চাষ করছেন নিয়মিত। আবহাওয়া অনুকূলে থাকলে যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে বলে আশা করছি।