জাতীয় ও আন্তর্জাতিকভাবে আসন্ন নির্বাচন যেন গৌরবের হয় সেভাবে কর্মীদের কাজ করার আহবান
শহর প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ নৌকার পেছনে আছে, শেখ হাসিনার পেছনে আছে। শেখ হাসিনা যে কথা বলেছেন তার মূল কথায় আমরা যাবো। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানাই। জাতীয় ও আন্তজার্তিকভাবে আসন্ন নির্বাচন যেন গৌরবের হয় সেই চেষ্টাই করতে হবে আমাদের। ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে ময়মনসিংহের ছোট বাজারে সপ্তাহব্যাপী আয়োজিত ৪র্থ দিনের আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথি শহীদ বুদ্ধিজীবী’র কন্যা ডাঃ নুজহাত চৌধুরী উপস্থিত হন নি।
ফলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলার সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফজল তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,জেলা আইনজীবী সমিতির সভাপতি এড মোয়াজ্জেম হোসেন বাবুল। আলোচক হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরামের মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুছুর রহমান, সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুঁইয়া, সেক্টর কমান্ডার্স ফোরামের মহানগর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ রেজাউল হাসান বাবু, নিয়াজ মোর্শেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শারমিন খানম লামিয়া, ত্রিশাল উপজেলার সভাপতি মাহবুবুল আলম মিলন, বীর মুক্তিযোদ্ধার সন্তান নাজমুন নাহার মুক্তা।
আলোচনা সভা সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক রিমন মোঃ জামায়েল সামী ও ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম খান (সোহেল)।