জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি বাতিল দাবীতে বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজের নব গঠিত কমিটির সভাপতি দিল আফ্রিদ জামান কে অপসারণের দাবীতে জামালপুর-নরুন্দি সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজে ক্যাম্পাসের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে থানা যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালপুর সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, নুরন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি এমদালুল হক এমদাদ,সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মাহমুদুল হাসান মেহেদী ও কলেজের শিক্ষার্থী আমেনা খাতুন।
এসময় বক্তারা বলেন, দিল আফ্রিদ জামান কে কেউ কোনদিন দেখেনি৷ কোনদিন কলেজেও আসেন নি। তিনি জানেনও না এই কলেজে কতজন শিক্ষক-শিক্ষার্থী আছেন। অথচ তিনি স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাদের সাথে আঁতাত করে অবৈধভাবে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। যিনি কলেজ সম্পর্কে জানেনই না। তিনি সভাপতি হলে এই কলেজের কোন উন্নয়ন কর্মকাণ্ডও করতে পারবেন না। দিল আফ্রিদ জামানকে সভাপতি পদ থেকে আগামী ৩ দিনের মধ্যে পদত্যাগ না করলে বৃহৎ আন্দোলনের হুমকীও দেন বক্তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দিল আফ্রিদ জামানকে এই কলেজে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তিনি এই কলেজে প্রবেশ করতে পারবেন না। আমরা তার দ্রুত সময়ের মধ্যেই পদত্যাগ চাই। যিনি আমাদের কলেজ চিনেন; আমাদের কলেজ সম্পর্কে জানেন। আমরা তাকেই সভাপতি হিসেবে দেখতে চাই।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ভাইস চ্যান্সেলরের অনুমোদিত সাক্ষরে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠণ করা হয়। এডহক কমিটিতে দিল আফ্রিদ জামান কে সভাপতি পদ দেওয়া হয়।