ড্রেজার বোমার তান্ডবে শুধু বারকী শ্রমিকদের জীবন বিপন্ন হয়নি;চুপসে গেছে এলাকার অর্থনীতিও – নাসির
গত সোমবার ৩ জানুয়ারী বিকাল ৫ঘটিকার সময় সুনামগঞ্জ জেলা বারকী শ্রমিক সংঘের উদ্যোগে জিনারপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাদির মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়া,সজলমিয়া,মনির,চানমিয়া,জয়নাল,রইছ মিয়া,বাসুমিয়া, অদুদ মিয়া প্রমূখ ।
সভাপতির বক্তব্যে নাসির মিয়া বলেন- দীর্ঘদিন ধরে বারকী শ্রমিকরা পরিবেশ বিধ্বংসী ড্রেজার-বোমা বন্ধের দাবীতে লাগাতার প্রতিবাদ-প্রতিরোধ এবং প্রশাসনের নিকট আবেদন নিবেদন করায় প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো দায়সারা অভিযান করলেও ধোপাজান পাথর-বালি মহাল আজ বিপন্ন ! ড্রেজার বোমার তান্ডবে শুধু বারকী শ্রমিকদের জীবন বিপন্ন হয়নি;চুপসে গেছে এলাকার অর্থনীতি ।
বক্তারা আরও বলেন,উজানের পাহাড় খেকে প্রতি বৎসর যে পরিমান বালি-পাথর নেমে আসে তাতে বারকী শ্রমিকরা সারা বৎসর কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে, প্রয়োজন শুধু প্রশাসনের আন্তরিক ভূমিকা । সভায় বক্তারা প্রশাসনের প্রতি দাবী জানিয়ে বলেন ধোপাজান পাথর-বালি মহালে বারকী শ্রমিকদের কাজের ব্যবস্থা নিশ্চিত করে বারকী শ্রমিকদের জীবন জীবিকার ব্যবস্থা করা এবং এলাকার অর্থ নীতি সচল করার স্বার্থে,স্থায়ীভাবে ড্রেজার-বোমা বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবী জানান ।বক্তারা দু:খ প্রকাশ করে বলেন প্রসাশনের উদসীনতা এবং অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ইজারা বিহীন মহালে এখনও ড্রেজার বোমা অব্যাহতভাবে চলছে । সাথে সাথে সৎ,দৃঢ় সাহসী আপসহী নেতৃত্বে বারকী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান । (প্রেস বিজ্ঞপ্তি)
I have been surfing online greater than three hours nowadays, yet I by no means found any interesting article like yours. It is beautiful price sufficient for me. Personally, if all web owners and bloggers made excellent content material as you probably did, the internet might be much more helpful than ever before.