ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে পনেরো লক্ষাধিক লোকের সমাগম হতে পারে- মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক
স্টাফ রিপোর্টার: ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর ময়মনসিংহে আগমণ উপলক্ষ্যে শেষ দিকের প্রস্তুতি বিষয়ক প্রেস বিফ্রিং ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
আয়োজনকে ঘিরে মূল বক্তব্য রাখেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলের কাছে তিনি গ্রহনযোগ্য। তাঁর মাহফিলে প্রায় ১০-১৫ লক্ষাধিক লোকের সমাগম হতে পারে। বিভিন্ন অঞ্চল হতে লাখো অনুসারি বড় গাড়িতে করে আসবে। ফলে ট্রাফিক ব্যবস্থাপনা এখানে খুবই গুরুত্বপূর্ণ। মূল নগরীতে বাসগুলো ঢুকবে না। বড় গাড়িগুলো পাটগুদাম ব্রীজের নদের ওপরপাশে, মাসকান্দা,পলিটেকনিক মাঠ,আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসের দিকে থাকবে। সকালে অটো চলবে। উক্ত দিনেই ভর্তি পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের বাইপাস ব্যবহারের পরামর্শ দেয়া হয়। মাহফিল ঘিরে থাকবে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা। সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হচ্ছে এবং জিলা স্কুল হোস্টেল মাঠটি শুধু নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে। নারীদের গয়নাগাটিসহ মূল্যবান জিনিস না আনার জন্য পরামর্শ দেয়া হয়।
সকাল ৮ টা থেকে কর্মসূচি শুরু হবে। খাবার পানির ব্যবস্থাসহ শতাধিক অজুখানা,টয়েলেটের ব্যবস্থা থাকবে।থাকছে মেডিকেল ক্যাম্পও । ইউটিউবার ও সাংবাদিকদের জন্য থাকছে আলাদা জোন। উক্ত কর্মসূচিটি নির্বিঘ্নে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেন সেই সাথে দীনের স্বার্থে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সোহেল,সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সার,মিডিয়া জোনের আহবায়ক মাহবুবুর রশীদ ফরাজি, সদস্য সচিব অধ্যাপক আল হেলাল তালুকদার,বাস্তবায়ন কমিটির সদস্য শরীফুল ইসলাম খালিদ।