জাতীয়রাজনীতি

তরুণরাই দেশকে এগিয়ে নেবে আমরা তাদের সারথী-কিশোরগঞ্জ জেলা প্রশাসক

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধি: জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, তরুণদের ভাবনাকে সরকার মূল্যয়ন করছে। জুলাই আগষ্টের অভ্যুথানের পর তরুণরা কী বাংলাদেশ দেখতে চায়,দেশকে বিশ্বের কোন পর্যায়ে তারা দেখতে চায় সেই ভাবনাগুলো আজকের তরুণদের থেকে আমরা জানবো। এবারের সমাজসেবা দিবসের প্রতিপাদ্যটা যদি দেখেন তাহলেই বুঝে ফেলবেন তরুণদের ভাবনাটির প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নেবে আমরা তাদের সারথী। সমাজসেবা দিবসের মুক্ত আড্ডার অনূভূতিগুলো বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। একইভাবে তরুণদের ভাবনাগুলোর সাথে মুরুব্বীদেরকেও সক্রিয় অংশ গ্রহণ করবেন। সবার সম্মিলিত অংশ গ্রহণের মাধ্যমে তরুণদের ভাবনাগুলো আসবে।যেগুলো ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে আছে তাকে আমরা একটা লাইনে আনতে চাই। যে আমাদের তরুণরা আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, সেই ভাবনা গুলোকে একটি ফরমূলায় ফেলে সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি।

জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে “কল্যাণ রাষ্ট গঠন বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা বিষয়ক” মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা,সুশীল সমাজ,সাংবাদিক,সরকারী কর্মকর্তা কর্মচারী,স্বেচ্ছাসেবী সংগঠক ও সেবা গ্রহীতাদের অংশ গ্রহণে এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শহীদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো.মহসীন খান, হয়বত নগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ মাও.আজিজুল হক, অধ্যাপক ডাঃ মুহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মুস্তাক আহমেদ শাহীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসাইন, আশরাফ আলী সোহান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক-২ শাহনাজ পারভীন, সমাজসেবা অফিসার (রেজিস্টেশন) মো. মহসিন, সদর উপজেলার সমাজসেবা অফিসার মোহাম্মদ মাঈনুর রহমান মনির, সমাজসেবা অফিসার সালমা খানম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক বাসির উদ্দিন, বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা অ্যাড মোঃ নিজাম উদ্দিন, এনজিও প্রতিনিধি কামরুজ্জামান, জাহাঙ্গীর , তরিকুল ইসলাম, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, উত্তরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, রেজাউল হাসনাত নাহিদ প্রমুখ।
পরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, সুশীল সমাজ,সাংবাদিক,সরকারী কর্মকর্তা কর্মচারী,স্বেচ্ছাসেবী সংগঠক ও সেবা গ্রহীতাদের অংশ গ্রহণে আয়োজিত ওয়াকাথন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এর আগে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি সরকারী শিশু পরিবার (বালক) এর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন অতিথিগণ।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা,সুশীল সমাজ,সাংবাদিক,সরকারী কর্মকর্তা কর্মচারী,স্বেচ্ছাসেবী সংগঠক ও সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।