তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন ও আইন বাস্তবায়নে নাটাবের আয়োজনে মত বিনিময় সভা
বাবলী আকন্দ ঃ দেশের বিভিন্ন সংকটে তরুণ প্রজন্ম হতাশায় ভুগছে। হতাশা থেকেই তারা ঝুঁকছে বিভিন্ন প্রকার তামাকজাত পণ্যের ব্যবহারে এবং অবশেষে মাদক সেবনের মধ্য দিয়ে শেষ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। এতে করে তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, অনেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণও করছে। তামাক জাত পণ্য ব্যবহারে কোন উপকারিতা নেই। বরং ক্ষতির আশংকা বেশি। নতুন প্রজন্মসহ সাধারণ মানুষদের মাঝে সচেতনতা বোধ তৈরি করা ছাড়া এ থেকে পরিত্রাণের উপায় নেই।
তামাকজাত পণ্যের ব্যবহার, বিক্রয়, প্রদর্শনী রোধে জেলা উপজেলা পর্যায়ে বিষয়টিকে গুরুত্ব দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা এবং টাষ্কফোর্স কমিটিকে সচল করার আহবান জানানো হয়। আজ ৩ আগষ্ট বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে স্যানিটারি ইন্সপেক্টরদের ভূমিকা শীর্ষক সিভিল সার্জন অফিস কার্যালয়ে মত বিনিময় সভায় এ আহবান জানান বক্তাগণ।
এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর সাধারণ সম্পাদক এড শমসের আলী, সিভিল সার্জন অফিসের সিঃ স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ হোসেন, ডি এস আই সি শামসুল আলম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাহবুব হোসেন, উশিকার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর প্রোগ্রাম অফিসার আমিরুল ইসলাম প্রমুখ।