তারাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে চেক ও সাইকেল বিতরণ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচি আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাভিত্তিক চেক ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান কার্যক্রম রবিবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে করা হয়।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা ও উপজেলা প্রকৌশলী এলজিইডি জোবায়ের হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ,একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস প্রমূখ।