তারাকান্দায় পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দার উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।সুস্থ দেহে সুস্থ মন স্লোগানকে সামনে রেখে ছাত্র/ছাত্রীদের মধ্যে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস সরকারের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান (কাজল),পঙ্গুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাইমুল হাসান,সহকারি শিক্ষক মতিউর রহমান,আবুল কাশেম,আছমা ইয়াসমিন,আনোয়ার হোমেন,আতিকুল ইসলাম,হারুন উর রশিদ,ফারহানা আক্তার,নেছার উদ্দিন,নজরুল ইসলাম,মফিদুল ইসলাম, সাবিনা খাতুন,উজ্জলী রানী, খলিল উল্লাহ,কামাল হোসেন,সোহেল আকন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।