তারাকান্দায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অভিজিৎ লোহ, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,উপজেলা মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক, তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর তালুকদার প্রমূখ।