তারাকান্দায় বিশ্ব মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন
তারাকান্দা প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে গুমের শিকার সকল নেতাকর্মী ও আওয়ামীলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে তারাকান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তারাকান্দা উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি হয়।
মানববন্ধন তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও সদস্য সচিব নিশাদ আহম্মেদ সাদ্দাম,কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল মন্ডল ও সদস্য সচিব মামুন ফকিরের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে তারাকান্দা উপজেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।