জাতীয়রাজনীতি

তারাকান্দায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ছাত্রদলের ইফতার বিতরণ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার বিতরণ করা হয়ে। বৃহস্পতিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে অসহায় ও পথচারীদের মাঝে সরকারি কলেজ ছাত্রদল নেতা আবু রুফিয়ান শেখ হৃদয়ের নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা ছাত্রদলে আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আলমগীর হোসেন রকি।
আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম,তারাকান্দা ছাত্রদল নেতা আনার মন্ডল,মিজান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিয়াদ মন্ডল,বালিখাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ,কাকুরা মাদ্রাসা সভাপতি হুমায়ুন কবির,কলেজ ছাত্রদলের নেতা ফিরোজ আহমেদ,শাকিব আল হাসান,আবির,নূর মোহাম্মদ,মিকাইল প্রমুখ।