অন্যান্য

তাল গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২, আহত-

শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ষাটকাকড়া নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল তালগাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলারোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহতরা হচ্ছে শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগার ভিটার আতাউর রহমানের ছেলে লাভলু (২১), ঝিনাইগাতী উপজেলার তারাগাও বটতলার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)।

পুলিশ জানায়, ২ ডিসেম্বর সন্ধ্যায় লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে আসে। দ্রুতগামী মোটরসাইকেলটি ষাটকাকড়া একটি মোড় ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় লাভলু ও মেহেদী। আহত হয় ১০ বছর বয়সের আবু হানিফ নামে অপর এক শিশু। তাকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় শ্রীবরদী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক জানান, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালিয়ে তাল গাছের সাথে ধাক্কা লেগে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

2 thoughts on “তাল গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২, আহত-

  • Just wanted to say I really like how you approach these topics. Your posts are always a highlight in my reading list!

  • I consider this a really great blog. Really looking forward to more reads. Absolutely fantastic.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *