অন্যান্য

ত্রিশালে ইউসিসির উদ্ধারকৃত জমি পরিদর্শনে ইউএনও জুয়েল আহমেদ

এইচ এম জোবায়ের হোসাইন:

দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত ইউসিসি লিমিটেড ত্রিশালের প্রায় ২৫/৩০ কোটি টাকার বেদখল হওয়া জমি উদ্ধার করে আলোচনায় আসেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ত্রিশালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরডিও) রোমা আক্তার।

এছাড়াও বিআরডিবি ও ইউসিসি লিমিটেড ত্রিশাল শাখার বিভিন্ন কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে এনেও আলোচনায় আসেন ওই কর্মকর্তা।

এ সকল কার্যক্রম ও উদ্ধারকৃত জমি পরিদর্শন ও পরিকল্পনা করতে সরেজমিনে দেখতে যান ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও ইউসিসিএ লি: এর এডহক কমিটির চেয়ারম্যান জুয়েল আহমেদ।

বৃহস্পতিবার বিকেলে তিনি তা পরিদর্শন করেন এবং ইউসিসির পরে থাকা জমিগুলো কি ভাবে ইউসিসির উন্নয়নে ব্যবহার করা যায় তার জন্য পরিকল্পনা করতে বলেন।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ জানান, ৩০ বছর অন্যের দখলে থাকা উদ্ধারকৃত জমি ও ইউসিসিএ-এর আরেকটি জমি সরেজমিনে পরিদর্শন করি। দুইটি জমিই খুবই মূল্যবান সম্পদ ইউসিসিএ লিমিটেড এর। এ গুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে ইউসিসিকে প্রতিষ্ঠিত করা যায় তার জন্য পরিকল্পনা করতে বলেছি।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা ইউসুফ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *