অর্থনীতিজাতীয়

ত্রিশালে এগ্রো ফার্মে সশস্ত্র হামলা-লুটপাট: থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের চর বিয়ার্তা গ্রামে ‘জাহির এগ্রো ফার্ম’ নামক একটি কৃষি খামারে সশস্ত্র হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে খামারের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামার মালিকের পরিবার।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয়েছে মামলা নং-১৮/২০২৫ বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/২৮১/৩২০ ধারায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল শনিবার দুপুর ১২টার দিকে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মোঃ রাজন মিয়া, ইমতিয়াজ হাসান রাজিব, ফারুক মাস্টার, মোঃ শুভ মিয়া, সাব্বির আহম্মেদ তানিম, আশরাফুল আলম, আরিফ মীর, রতন দড়ি, কফিল উদ্দিন, আলম মিয়া, কামাল মিয়া সহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে ‘জাহির এগ্রো ফার্ম’-এ হামলা চালায়। তারা ধারালো অস্ত্র, লাঠি, পেট্রোল ও মাছ ধরার জাল নিয়ে খামারে প্রবেশ করে। হামলাকারীরা প্রথমে টিনের ঘরগুলো ভাঙচুর করে, পরে ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলে, খামারের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় এবং প্রায় ৫০টি ছাগল লুট করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা এগ্রো ফার্মের ম্যানেজার মাকসুদুল ইসলাম, শ্রমিক মোঃ মনির হোসেন এবং মালিক খায়রুল বাশার হামিম কে মারধর করে গুরুতর জখম করে। পরে তারা স্টুডিও রুমে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে ভিডিও ক্যামেরা, ল্যাপটপ, কম্পিউটার, ফ্রিজ, এসি ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।

খামার মালিকের মা খাদিজা খাতুন বলেন, “আমার ছেলের ওপর পূর্ব থেকেই একদল দুর্বৃত্ত হুমকি দিয়ে আসছিল। অবশেষে তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে দিয়েছে।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এগ্রো ফার্মের মালিক খাইরুল বাশার হামীম বলেন, “সন্ত্রাসীরা আমার যে ক্ষতি করেছে, তা অপূরণীয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  মনসুর আহম্মেদ বলেন, “থানায় মামলা রুজু হয়েছে। সকল অপরাধীদের  দ্রুত সময়ের মাঝে গ্রেফতার নিশ্চিত করা হবে।