ত্রিশালে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ত্রিশাল প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা – গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পক্ষ দল হিসাবে শুকতারা বিদ্যা নিকেতন ও বিপক্ষ দল হিসাবে রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মহাপরিচালক (মানিলন্ডারিং) মোঃ মোকাম্মেল হক।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভ্ূঁইয়া।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল বাকিউল বারী’র সভাপতিত্ব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
বির্তক প্রতিযোগিতায় পক্ষ দল হিসাবে শুকতারা বিদ্যা নিকেতন বিজয়ী ও বিপক্ষ দল হিসাবে রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হন।