জাতীয়

ত্রিশালে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান।

ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শাহানা রহমান, চকরামপুর ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ উসমান গনি, কোনাবাখাইল ফাজিল মাদ্রাসা, অধ্যক্ষ আনিছুর রহমান, আউলিয়ানগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, খাগাটি জামতলী ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ খবির উদ্দিন, কোনাবাড়ী ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ ইকবাল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।