দি ক্যাডেট কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীতে দি ক্যাডেট কোচিং সেন্টারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১ জানুয়ারি (বুধবার) ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে দি ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক মো: মোবারক হোসেন আজাদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম মাহবুবুল আলম, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একেএম রফিকুল ইসলাম, দি ক্যাডেট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মো: নজরুল ইসলাম ও জামালপুর সদরের কুমারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান সহ প্রমুখ।
ঐতিহ্যবাহী দি ক্যাডেট কোচিং সেন্টারের অনাড়ম্বর সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল শিক্ষক,শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।