দুর্গাপুরে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন
রাখী দ্রং,দুর্গাপুর,প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের স্বপন ফার্মেসির সম্মুখ অংশে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পৌরশহরের ব্যবসায়ী সুমন সাহা।
বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি পৌর শহরের মধ্য বাজারে দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। পৈত্রিকসূত্রে সে জায়গায় আমার সাড়ে ১০ শতাংশ জমি রয়েছে। কিন্ত সরেজমিনে আমার জমি রয়েছে ৮ শতাংশ বাকী ২ শতাংশ জমি আমার প্রতিবেশী মৃত গোবিন্দ চন্দ্র সাহার পুত্র গৌর বল্লব সাহা ও তার চার ভাই দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করে বসবাস করে আসছে। পরবর্তীতে গ্রাম্য সালিশ ও সার্ভেয়ার দিয়ে মাপ দেয়ার জন্য বললেও তারা বিষয়টি আমলে না নিয়ে আমাকে দেয়ালে ঘেঁষে রাখা ওষুধ পত্রাদীর বাইলগুলো সরিয়ে নিতে চাপ প্রয়োগ করে। গত ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে ভাড়াকৃত লোকজন নিয়ে গৌর বল্লভ সাহার নেতৃত্বে স্বপন ফার্মেসীর সামনে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার স্বত্ব দখলীয় জমির টিনের বেড়া ভেঙ্গে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। ওই হামলা ও ভাংচুরের পর থেকে আমি আমার পরিবার – পরিজন নিয়ে নানা রকম ভাতি ও শংস্কায় ভুগছি। আমি বর্তমানে আইনের আশ্রয় নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষিকা মিঠু পন্ডিত, ব্যবসায়ী তপন সাহা . অসীম কুমার সাহা, রনজিত দাস প্রমুখ ।