অন্যান্য

দুর্গাপুর সীমান্তে প্রায় ৫৬ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

রাখী দ্রং,দুর্গাপুর প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় সীমান্ত থেকে পাচার কালে বিপুল পরিমান চোরাচালানী মালামল জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। গত রাত (০৯ আগস্ট) উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫১/৫-এস এর নিকট থেকে এ মালামাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয় উক্ত বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল আলম চৌধুরী নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল কয়লাপোর্ট নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারীরা মালামাল নিয়ে একটি পরিত্যাক্ত ঘরে চোরাচালানী মালামাল জমা করার সময় দ্রুততার সাথে নৌকাযোগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হানা দিলে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। এসময় জব্দকরা হয় ১৪৪৫ পিস ভারতীয় ক্লিনিক প্লাস শ্যাম্পু (৩৫০এমএল), ৮১৭ পিস ক্লিনিক প্লাস শ্যাম্পু (৬৫০এমএল), ৮০ পিস স্ট্রেসমি প্লাস শ্যাম্পু, ১৯৭ পিস সানসিল্ক শ্যাম্পু (৬৫০এমএল), ৮৬৪ পিস নবরত্ন তেল (৩০০ এমএল), ১০১৮ পিস নবরত্ন তেল (২০০ এমএল), ৬৯১ পিস নবরত্ন তেল (১০০ এমএল), ৩৯৬০ পিস ডার্ক ফ্যান্টাসি বিস্কুট (৭৫ গ্রাম), ২৩১৫ পিস ডার্ক ফ্যান্টাসি বিস্কুট (২৫ গ্রাম), ৩৮৩৬ পিস হরলিক্স (৫০০ গ্রাম), ১০৮৪৫ পিস কিটকাট চকলেট (৩৭ গ্রাম), ৩১৫০ পিস কিটকাট চকলেট (২৭ গ্রাম)। যার সর্বমোট সিজার মূল্য ৫৫ লক্ষ ২৯ হাজার ৫৫৪ টাকা।

তিনি আরও জানান, এই জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে এবং কোন চোরাকারবারী আটক করা হয়নি।

One thought on “দুর্গাপুর সীমান্তে প্রায় ৫৬ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *