আন্তর্জাতিকজাতীয়

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-দুর্নীতিবিরোধী দিবসে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার

ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল নয় ঘটিকায় নগরীর টাউন হল প্রাঙ্গণে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ, সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)ময়মনসিংহ এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সনাকের পক্ষ থেকে ‘দুর্নীতি থামান, এখনই’প্লেকার্ড, দুর্নীতিবিরোধী বিভিন্ন বার্তাসহ ফেস্টুন প্রদর্শন ও ধারণাপত্র বিতরণ করা হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন,দুর্নীতি দেশ ও জাতির শত্রু, দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ড. মোঃ আশরাফুর রহমান, টিআইবি’র ধারণাপত্রের সাথে একমত পোষণ করে বলেন, দুর্নীতির মূলউৎপাটন করা সময়ের দাবি। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতির করব রচনা করতে হবে। তিনি বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদদের রক্তস্নাত বিজয়ের চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী ও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। বক্তাদের অভিমত, তরুণরাই গড়ে তুলতে পারবে আগামী দিনের দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। উদ্বোধন শেষে টাউন হল সম্মুখ সড়কে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে তারেক স্মৃতি অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন-সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার, ময়মনসিংহ, সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ এর সদস্য অধ্যাপক মোঃ জাকির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ এর সহসভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা প্রমূখ। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সুশীল সামাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিবর্গ, সনাক ও দুপ্রকের সম্মানীত সদস্যবৃন্দ, দুদক এবং টিআইবি’র কর্মকর্তাবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ। পরে সনাক-ময়মনসিংহ কার্যালয়ে রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে ময়মনসিংহের দুদক ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, কর্মসূচি সফল করতে সহযোগিতার জন্য সনাক-টিআইবি, দুপ্রকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি