দূর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন
রাখী দ্রং দূর্গাপুর, প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভূলিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সালেহ আহম্মেদ বুধবার দুপুর ১টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বীরমুক্তিযোদ্ধাকে তার নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সাংমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, থানা ওসি শাহনুর এ আলম উপস্থিত ছিলেন।
উনার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, কেন্দ্রীয় আওয়ামীলীগ‘র কার্যনিবাহী সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, পৌর মেয়র মো. আলা উদ্দিন, ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধাগন, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ গভীর শোক প্রকাশ করেছেন