অন্যান্যজাতীয়

ধোবাউড়া প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে ধোবাউড়ার উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবুল হাশেম এর সঞ্চালনায় প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন যুগ্ম সম্পাদক শামসুল হক মৃধা। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা সামাজের নানা অসংগতি জনগণের সামনে তুরে ধরেন। আমরা তাদের সফলতা কামরা করি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদ্য মফিজ উদ্দিন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, গণঅধিকারের সভাপতি জিন্নত আলী। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন ধোবাউড়া প্রেসক্লাবের সদস্য দৈনিক মানব জমিনের স্টাফ রির্পোটার মতিউল আলম, ধোবাউড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফজলুল হক ফকির, সংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক ফকির, শিক্ষা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আতাউর রহমান খোকন, সদস্য ইয়াসিন আরাফাত তুষার। আলোচনা সভা শেষে ধোবাউড়ার সাংবাদিকতায় অবদান রাখায় মরনোত্তর সহ ১৪ জনকে বিশেষ সম্মাননা স্মরক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মতিলাল সরকার, অধ্যাপক আব্দুল খালেক পাঠান, সুলতান মামুন রতন, যুগ্ম সাধারন সম্পাদক শাহীনুজ্জামান প্রিন্স, কোষাধক্ষ কামরুল ইসলাম আমির, সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহানসহ অন্যান্য সদস্য বৃন্দ।