নওগাঁর পত্নীতলায় ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ
আলমগীর কবির পত্নীতলা নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সরকার প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করে থাকে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ৬ নং কৃষ্ণপুর ও ১নং পত্নীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,ওবায়দুল ইসলাম স্বপন, ট্যাগ অফিসার, ইউপি সদস্য,গ্রাম পুলিশ পত্নীতলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, এ সময় আরো উপস্থিত ছিলেন।
চাল সংগ্রহ করতে আসা সুলতানা বেগম (৫৫) বলেন, “আমাদের মতো গরিব মানুষের জন্য এই চাল অনেক উপকারে আসে। ঈদের আগে কিছু খাবার নিশ্চিত হওয়ায় আমরা একটু স্বস্তিতে থাকি।”
অনেক সুবিধাভোগী মনে করেন, নিয়মিতভাবে এমন সহায়তা পেলে তাদের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব হবে। তারা আশা করেন, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. গোলাম আজম বলেন, “সরকার প্রতি বছর দরিদ্র ও অসহায় মানুষের জন্য চাল বরাদ্দ দেয়। তারই অংশ হিসেবে আমাদের ইউনিয়নে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমরা নিশ্চিত করছি, প্রতিটি সুবিধাভোগী যেন সঠিকভাবে এই সহায়তা পায়।”
চেয়ারম্যান নজরুল ইসলাম, বলেন সকল সুবিধাভোগীকে শৃঙ্খলার সাথে চাল গ্রহণের অনুরোধ জানান এবং ভবিষ্যতেও সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।