নওগাঁ-২ আসনে বৈধ আ’লীগ-জাপা ও জাকের পার্টি মনোনয়ন; বাতিল ৬ প্রার্থীর
আলমগীর কবির পত্নীতলা নওগাঁ :
নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত ৪৭, নওগাঁ-২ আসন। চলতি দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁয় রিটার্ণিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক মো.গোলাম মওলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন আ’লীগ মনোনীত সাবেক হুইপ বর্তমান এমপি এড. মো.শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এ্যাড. মো.তোফাজ্জল হোসেন ও জাকের পার্টির প্রার্থী এস.জে.এম রেজুয়ান ফারুক। এছাড়াও তথ্য গড়মিলসহ অন্যান্য বিষয়ে ত্রুটি থাকায় ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন।
বাতিলকৃত প্রার্থীরা হলেন-পত্নীতলা উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আমিনুল হক, জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ড.ইঞ্জিনিয়ার মো.আখতারুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.আইয়ুব হোসেন, ধামইরহাট পৌর আ’লীগ নেতা মো.আজিজার রহমান, মো. মেসবাহুল আলম ও কাজল চন্দ্র দাস। এদিকে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই জানান, তার মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট আপীল করবেন।
After exploring a couple of your blog posts, I truly appreciate your distinctive blogging style. It’s now bookmarked, and I’ll be back soon. Check out my website and share your opinions.
Muchas gracias. ?Como puedo iniciar sesion?