অন্যান্য

নান্দাইলে আগুনে পুড়ল কৃষকের গোলা ভর্তি ধান

 

শামছ ই তাবরীজ রায়হান

ময়মনসিংহের নান্দাইলে আগুন লেগে কৃষকের গোলা ভর্তি বিভিন্ন জাতের ধানসহ পুড়ে গেছে। এতে কৃষকের ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জব্বার ফজরের নামাজ পড়তে উঠে দেখতে পান তার বসতঘরের পাশে গোলাঘরে আগুন জ্বলছে। এই ঘরে বিভিন্ন শস্য ছাড়াও হাঁস-মুরগি রাখা হয়। রাতে তালা লাগানো থাকে। ঘরটিতে প্রায় ৩ শ মণ ধান, চাল, মরিচ ও বাদাম ছিল। এর মধ্যে অল্প সময়ের মধ্যেই সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন নেভানোর সময় পানি দেওয়ার কারণে কিছু ধান না পুড়লেও সেদ্ধ হয়ে যায়। কৃষক জব্বার বলেন, ঘরটিতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এই আগুন কেউ ইচ্ছা করে লাগিয়েছে।

এ বিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল মালেক বলেন, ঘটনাস্থলে যেতে প্রয়োজনীয় জায়গা ছিল না। তাই যেতে কিছুটা বিলম্ব হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে আমরা কৃষকের ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করেছি। এতে কৃষকের প্রায় ৬ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *