আন্তর্জাতিকজাতীয়

নান্দাইলে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ইসকন নিষিদ্ধের দাবী সহ সরকারি আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা ডিসেম্বর) নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

“ইসকনের ঠিকানা এ বাংলায় হবে না” স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক সহ উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। তারা ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

এ সময় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।