নান্দাইলে ধর্ষণ ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
নান্দাইল প্রতিনিধি: সম্প্রতি সারাদেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) নান্দাইল উপজেলা সদর ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা অবনতিশীল আইনশৃৃঙ্খলার পরিস্থিতির দ্রুত উন্নয়ন সহ ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনার জোর দাবী জানায়। উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা আছিয়ার’ ‘ধর্ষকের ফাঁসি চাই’, ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘বিচারহীনতার সংস্কৃতি মানি না” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ।
এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারী শেফালী আক্তার, মাইদা ও পপি আক্তার সহ আরও অনেকে বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ,চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, এদেশের নারীরা যেন অবাদে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে।